সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানের পেশোয়ারে সন্ত্রাসী হামলা, নিহত ৬

পেশোয়ার, পাকিস্তান: | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:২১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন এবং পুলিশ গুলিতে আরও দুই সন্ত্রাসী নিহত হয়। হামলা প্রতিরোধের সময় তিন আধাসামরিক সদস্যও প্রাণ হারান। আহত হয়েছেন আরও নয়জন, যাদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে তিনজন হামলাকারী সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করেন। একজন প্রধান ফটকে আত্মঘাতী বোমা হামলা চালান, অন্য দুইজন প্রাঙ্গণের ভিতরে ঢুকতে চেষ্টা করেন। দ্রুত প্রতিক্রিয়ায় পুলিশ গুলি চালিয়ে হামলাকারীদের নিয়ন্ত্রণে আনে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং গণপরিবহন চলাচল স্থগিত করা হয়েছে। পেশোয়ারে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

পেশোয়ারে এ ধরনের হামলা সাম্প্রতিক বছরগুলোতে দ্বিতীয় বড় সন্ত্রাসী ঘটনা। ২০২৩ সালে পুলিশ লাইনের একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৮৪ জন নিহত হয়েছিল। পাকিস্তানের খাইবারপাখতুখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র বৃদ্ধি দেখা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top