শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অমর একুশ স্মরণ

কলকাতা থেকে | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ১৮:৩৬

অমর একুশ স্মরণ

২১ শে ফেব্রুয়ারির সাথে জড়িয়ে আছে আপামর বাঙালী জাতির আবেগ ও ভালোবাসা। একুশ অমর হয়ে আছে বাঙালী জাতির হৃদয়ে। এই অমর একুশের সাথে বাঙালীদের সম্পর্ক বড় গভীর।

২১ শে ফেব্রুয়ারি, এক খুব সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে, অমর একুশ স্মরণ করা হল, শিয়ালদহের কৃষ্ণ পদ ঘোষ মেমোরিয়াল হলে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল, মাসুন্দী মহিমা চরণ মিশ্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি পরিচালিত জ্ঞান ও চেতনা।

গান, কবিতা ও আলোচনার মধ্যে দিয়ে এদিন, ভাষা আন্দোলনের সেই মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অমর একুশের সেই সব মহান শহীদেরাও, করেছেন অমরত্ব লাভ। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নানা জেলা থেকে বহু কবি সাহিত্যিকদের আগমন ঘটেছিল। এই অনুষ্ঠান রূপান্তরিত হয় নানা মানুষের মিলন মেলায়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top