• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


করোনা পরিস্থিতিতে রোজা রাখা নিরাপদ, বলছে ব্রিটিশ গবেষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ২০:৫৭

করোনা পরিস্থিতিতে রোজা রাখা নিরাপদ, বলছে ব্রিটিশ গবেষণা

গত বছর ব্রিটেনে রমযান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ ওই জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছর রমযানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রমযান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার খাওয়া ও পান করা থেকে বিরত থাকে। এছাড়া সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকে।

জানা গেছে, ব্রিটনে প্রায় ৩০ লাখ মুসলিমের বসবাস। তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। করোনায় অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে।

তবে এই জরিপে দেখা গেছে, রমযান মাসে রোজা রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top