• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


করোনাকালে চীনে তিন মাসে প্রবৃদ্ধি ১৮.৩%

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ২৩:০০

করোনাকালে চীনে তিন মাসে প্রবৃদ্ধি ১৮.৩%

সারা বিশ্ব যখন নিজেদের অর্থনীতির গতি ধরে রাখতে হোচট খাচ্ছে, তখন বড়ই চমক নিয়ে হাজির হয়েছে চীন।

দেশটি জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের চেয়ে তাদের অর্থনীতি বেড়েছে ১৮ দশমিক ৩ শতাংশ। ১৯৯২ সাল থেকে তিন মাস অন্তর এই প্রবৃদ্ধি হিসাব শুরু করে চীন। সে সময় থেকে এটিই চীনের প্রান্তিক হিসেবে সবচেয়ে বেশি বৃদ্ধি।

শুক্রবার (১৬ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে দেশটির সরকারি পরিসংখ্যান। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে রয়টার্সের অর্থনীতিবিদদের বিশ্লেষণে এ বৃদ্ধি ১৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছিল। গত বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি সংকুচিত হয়েছিল ৬ দশমিক ৮ শতাংশ। মূলত করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া ব্যাপক কর্মসূচির কারণে এ সংকোচন হয়েছিল।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস বলছে, জাতীয় অর্থনীতি একটি ভালো সূচনা করেছে। আমাদের অবশ্যই সচেতন হতে হবে। কারণ, কোভিড-১৯ মহামারি এখনো বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি এখনো উচ্চতর অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে রয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top