শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পশ্চিম জেরুজালেমে আগুন নেভাতে ব্যস্ত শতাধিক দমকল কর্মী

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১৯:৪৫

দাবানলে পুড়ছে পশ্চিম জেরুজালেম

ইসরাইল অধিকৃত পশ্চিম জেরুজালেমে দাবানল নেভাতে যোগ দিয়েছে দেশটির শতাধিক আগ্নিনির্বাপন কর্মী। গেল তিন দিন ধরে ভয়াবহ দাবানলে জ্বলছে পশ্চিম জেরুজালেমের জঙ্গল। দাবানলের কারণে হুমকির মুখে পড়েছে বহু স্থানীয় বাসিন্দা।

ইসরাইলি দমকল বাহিনী জানায়, মঙ্গলবার পর্যন্ত আগুন নেভাতে যোগ দিয়েছে ১০০ জন অগ্নিনির্বাপন কর্মী। তারা প্রায় ২০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমন্বিতভাবে এই আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বিশেষ বিমান।

সোমবার দাবানল নেভাতে গ্রীস, সাইপ্রাস, ইটালী ও ফ্রন্সের কাছে সহযোগিতার আহবান জানান ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ইয়ার লাপিড। পরবর্তীতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত জানান, গ্রীস ও সাইপ্রাস অগ্নিনির্বাপক বিমান পাঠাতে সম্মত হয়েছে।

এবারের দাবানল ইসরাইলে ইতিহাসে অন্যতম বড় আগুন লাগার ঘটনা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top