• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২, ০২:৩৬

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২১-২০২২ ‌শিক্ষাব‌র্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে প্রকাশ করা হ‌য়ে‌ছে।

মহাখা‌লীর স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের পু‌রনো ভব‌নে স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী জা‌হিদ মা‌লেক এই ফলাফল ঘোষণা ক‌রেন। এবা‌রে পা‌সের হার ৫৫.১৩ শতাংশ। বিস্তা‌রিত ফলাফল পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে।

সরকারি ও বেসরকারি মেডিক‌্যাল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১ এপ্রিল)। গত কয়েক বছর ধরে পরীক্ষার ৩ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হলেও এ বছর একদিন বিলম্বে ফল প্রকাশিত হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী আবেদন করেন, যা মেডিক‌্যাল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতি আসনের বিপরীতে এবার প্রতিযোগিতা করছেন ৩৩ জনেরও বেশি শিক্ষার্থী।

সারা দেশে সরকারি ৩৭টি মেডিক‌্যাল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিক‌্যাল আসন সংখ্যা ৬ হাজার ২৮৯ জন। মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৩৯টি। এবারের ভর্তি পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে।

এবারের এমবিবিএস পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, খুলনা মেডিক‌্যালে পরীক্ষা দেওয়া সুমাইয়া মোসলেম মীম। তিনি ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯২.৫ নম্বর। আর ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১.৫। মোট পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। ছেলে শিক্ষার্থী ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩.৯১) এবং নারী শিক্ষার্থী ৪৪ হাজার ৫০৪ জন (৫৬.০৯)।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top