অবশেষে ভুল শিকার করে পোস্ট মুছে ফেললেন রাবি শিক্ষক মাহমুদুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দেওয়ার পর যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল, সেই চাপের মুখে তিনি অবশেষে নিজের বিতর্কিত ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে তিনি পোস্ট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার নিজের টাইমলাইনে দেওয়া পোস্টে তিনি বেগম রোকেয়াকে আপত্তিকর ভাষায় উল্লেখ করলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় বিস্তর আলোচনা-সমালোচনা। যদিও কিছু মানুষ তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন, অধিকাংশই মন্তব্যটিকে ‘অপমানজনক’ ও ‘অযৌক্তিক’ বলে আখ্যা দেন।
সমালোচনা ও পারিবারিক চাপের মুখে পড়ে নতুন পোস্টে সহযোগী অধ্যাপক মাহমুদুল লিখেন—
“আমার পোস্ট দেওয়ার পর থেকে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা আমার পরিবার ও আমার জন্য অনেক ভারি হয়ে যাচ্ছে। আমি ঈমান ভঙ্গের মূলনীতির উপর বিবৃতিটা দিয়েছিলাম। আমার বক্তব্য ফতওয়ার মতো শোনা গিয়েছে। আর ফতওয়া দেওয়ার অধিকার আলেমদের, আমার না। তাই আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম।”
নিজের ব্যাখ্যায় তিনি আরও জানান, পূর্ববর্তী মন্তব্যের কারণে তিনি ব্যক্তিগত ও পারিবারিকভাবে গুরুতর অসুবিধায় পড়েছেন।
তার পোস্ট প্রত্যাহারের পরও বিষয়টি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কি না—তা এখনো জানা যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।