পার্কে স্টাফদের সঙ্গে বিতণ্ডা, কিলঘুষিতে আহত গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি
গোপালগঞ্জ িপ্রতিনিধি | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০২
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন পার্কে ঘুরতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্ট-এর মেইন গেটের সামনে এই ঘটনা ঘটে। আহত মিকাইলকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিকাইল হোসেন জানান, বিকেলে তারা বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবরের নির্বাচনী জনসভা শেষে কিছুজনকে সঙ্গে নিয়ে পার্কে ঘুরতে যান। তখন পার্কের এক স্টাফের সঙ্গে মোটরসাইকেল নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে পার্কের ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করেন।
কিন্তু সন্ধ্যা ৭টার দিকে পার্ক থেকে বের হওয়ার সময় অজ্ঞাত কিছু ব্যক্তি তার ওপর লাঠি ও কিলঘুষি দিয়ে হামলা চালায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কের স্টাফের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে স্থানীয় লোকজন ও স্টাফরা মিকাইলের ওপর হামলা চালায়। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।