• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাগেরহাটের ফকিরহাট ২৪ ঘণ্টায় কোভিডে ৩ জনের মৃত্যু

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ২১:৫৭

বাগেরহাটের ফকিরহাট ২৪ ঘণ্টায় কোভিডে ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৫৪.৫৫

বাগেরহাটের ফকিরহাটে বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে করোনা রোগী। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও তীব্র উপসর্গ নিয়ে ৩ জন মানা গিয়েছে। তাছাড়া ৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজেটিভ হয়েছে।

সংক্রমণের হার ৫৪.৫৫ শতাংশ। এছাড়াও এছাড়াও ঘরে ঘরে সর্দি জ্বর ও কাশির লক্ষণ নিয়ে রোগী রয়েছে। বর্তমানে ফকিরহাটে ব্যাপক হারে সামাজিক সংক্রমণ ঘটেছে বলে মনে করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। তবে বেশির ভাগ রোগী বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড রোগীদের জন্য ৩০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত ওষুধের মজুদ আছে। টেস্ট কিড থাকলেও এ মুহূর্তে করোনা টীকা না থাকলেও চলতি মাসে এসে পৌঁছাবে বলে দাবী করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

গত ২৪ ঘণ্টায় ফকিরহাটের সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ আলী সরদার ও পিলজঙ্গ ইউনিয়নে ২ জন মারা গিয়েছেন। এছাড়া উপজেলায় বিগত কয়েক দিনে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গিয়েছেন।

উপজেলার ফকিরহাট সদরের রিনি বেগম (৪০), সৈয়দ মহল্লার টপি আক্তার (৪৫), বারাশিয়ার মল্লিক ইদ্রিস আলী (৯০), কাঁঠালতলার মুক্তা বেগম (৪৫), আনোয়ারা বেগম (৭০), পাইক পাড়ার জাহাঙ্গীর (৬০) ও শাহ আউলিয়াবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ২ দুনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার বলেন, রোগীদের আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিচ্ছি। মানুষ স্বাস্থ্য বিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই জ্বরসহ সর্র্দি কাশি দেখা দিলে করোনা পরীক্ষা করা সহ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। তিনি সকলকে মাস্ক পড়া, সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top