মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

রামেকে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ জনের

রাজশাহী থেকে | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ১৮:২০

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মৃত্যু হয়েছে আরও চারজনের। সোমবার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজশাহীর একজনের। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। এদিকে, ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন।

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন ১২ জন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন পাঁচজন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top