শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিন

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২২, ০১:০৯

মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিন

মেট্রোরেলের আরও আট বগি ও চার ইঞ্জিনের একটি চালান বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ জাহাজটি নোঙর করে।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি জাপানের কোবে বন্দর থেকে আটটি বগি ও চারটি ইঞ্জিন নিয়ে ছেড়ে আসে জাহাজটি। বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবারের ইঞ্জিন বগির সঙ্গে ৪৪ প্যাকেজের আরও ৪৮৮ মেট্রিক টনের সরঞ্জাম এসেছে। দুপুর থেকে এগুলোর খালাস প্রক্রিয়া শুরু হবে।

হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত আটটি জাহাজে মেট্রোরেলের মোট ৬৮টি বগি মোংলা বন্দরে এসেছে। ২০২২ সালের মধ্যে আরও ৮২ বগি আসবে। এর আগে সাতটি জাহাজে করে ৫৬টি বগি এই বন্দরে আসে। সেসব বগি সংযোজন করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মেট্রোরেল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top