রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ইঁদুরের ফাঁদে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০২:৫৭

ইঁদুরের ফাঁদে বিদ্যুতায়িত কৃষকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সংলগ্ন দ্বিগঙ্গা গ্রামের বিদ্যুতায়িত হয়ে স্বপন পোদ্দার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতদের স্ত্রী গৌরী পোদ্দার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (০৯ মার্চ) সকাল ৭টায় কাজ করতে গেলে নিজের ধান খেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক তারে আটকে যায়। এসময় প্রতিবেশী প্রবীর পোদ্দার তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়তি পন্ডিত তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত স্বপন পোদ্দার মোল্লাহাট উপজেলার দ্বিগঙ্গা গ্রামের ননী গোপাল পোদ্দারের ছেলে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top