ঈদের দিন কক্সবাজার সৈকতে মানুষের ঢল
কক্সবাজার থেকে | প্রকাশিত: ৪ মে ২০২২, ০৪:৫৬
                                        ঈদের দিন দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এছাড়া জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের ঢল নেমেছে।
মঙ্গলবার (৩ মে) থেকে শনিবার (৭ মে) পর্যন্ত কক্সবাজারে অন্তত তিন লাখ পর্যটকের সমাগম হবে বলে ধারণা করছেন পর্যটন ব্যবসায়ীরা। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বেশ চাঙ্গা হয়ে উঠেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতের বিচ কর্মী মাহবুবুর রহমান জানান, বেলা ১১টার পর থেকে সমুদ্র সৈকতে আসতে শুরু করেন দর্শনার্থীরা। দুপুরের দিকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিকেলের দিকে আরও বেশি দর্শনার্থী সৈকতে নামেন।
তিনি জানান, ঈদের দিন সৈকতে ঘুরে বেড়ানো দর্শনার্থীদের অধিকাংশই স্থানীয় লোকজন। তারা ঈদের ছুটিতে বেড়াতে আসেন সৈকতে। আগামীকাল থেকে দূর-দূরান্তের পর্যটকরা আসবেন।
কক্সবাজারের লাবণী পয়েন্ট ব্যবসায়ী সমিতির নেতা হাবিবুর রহমান জানান, আজ ঈদের দিনে কিছুটা ব্যবসা হয়েছে। আগামীকাল থেকে ব্যবসা জমে উঠবে।
এনএফ৭১/এমএ/২০২২

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।