• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ফকিরহাটে দিনের বেলা দুটি দোকানে চুরি

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৮:৩২

ফকিরহাটে দিনের বেলা দুটি দোকানে চুরি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড় সংলগ্ন দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সিসি টিভি ফুটেজে দেখা গেছে ৪/৫জন মিলে বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল পৌনে ৬টারয় এই চুরির ঘটনা ঘটিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ফকিরহাট বিশ্বরোডের পাশে অবস্থিত জয় এন্টারপ্রাইজ নামে গ্যাসের দোকানের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর চক্রটি। এরপর তারা দোকান থেকে ২৫টি গ্যাস ভর্তি বিভিন্ন কোম্পানীর সিলিন্ডার চুরি করে পালিয়ে যায়। জয় এন্টারপ্রাইজের মালিক অসীম কুমার ঘোষ জানান, এতে তার অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে, একই সময়ে পাশের সালমান এন্টারপ্রাইজ নামের রড-সিমেন্টের দোকানের স্টীলের তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরা একটি সিসি ক্যামেরা ভেঙ্গে দেয়। তারপর চক্রটি টেবিলের তিনটি ড্রয়ের ভেঙ্গে তছনছ করে। তবে এখান থেকে কিছুই নিতে
পারেনি।

সালমান এন্টার প্রাইজের মালিক শেখ নাহিদ হাসান বলেন, দোকান থেকে কিছুই নিতে পারেনি। তবে সিসিটির ক্যামেরা, ৪টি তালা ও ড্রয়ের ভেঙ্গে ১০হাজার টাকা ক্ষতি করেছে। ভুক্তভোগীরা জানান, তারা আইনের আশ্রয় নিবেন।

স্থানীয়রা ধারনা করছেন, ওই চক্রটি কোন গাড়ি নিয়ে এসে চুরি করে সেই মাল গাড়িতে তুলে পালিয়ে গেছে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, চুরির বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top