• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মমতাজের স্বামীর গাড়িতে হামলায় থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০১:৫১

মমতাজের স্বামীর গাড়িতে হামলায় থানায় অভিযোগ

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর) সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী চিকিৎসক মঈন হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (২৬ আগস্ট) ছয় যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

রোববার (২৮ আগষ্ট) দুপুরে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার গাজিন্দা গ্রামের নয়ন মিয়া ও মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের মো. রুবেল ও আশরাফ আলী, বাস্তা গ্রামের নাসির উদ্দিন ও জসিম উদ্দিন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় বেসরকারি একটি চক্ষু হাসপাতাল থেকে বের হয়ে মঈন হাসান ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ক্লিনিক থেকে কিছুদূর যাওয়ার পর সিএনজিচালিত একটি অটোরিকশা দিয়ে তার মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৫-২৮২৭) গতিরোধ করে এবং যুবকেরা লাঠিসোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে। এ সময় তিনিও মারাত্মক আহত হন। তার গাড়ি ভাঙচুর করা হয়।

হামলার কারণ সম্পর্কে জানতে চিকিৎসক মঈন হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। সংসদ সদস্য দেশের বাইরে থাকায় স্বামীর ওপর হামলার ঘটনার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, হামলার ঘটনাটি নিন্দনীয় ও অপরাধ। এ ঘটনার সঙ্গে দলীয় কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ভূক্তভোগী ব্যক্তি (সংসদ সদস্যের স্বামী) থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top