• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২২, ০৯:৫৫

পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য (কাউন্সিলর) পদে বৃহৎ তিনটি ওয়ার্ডে ১৮ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারন সদস্য (কাউন্সিলর) পদে ৪৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার (সিনিয়র জেলা নির্বাচন অফিসার) এর নিকট জমাদান করেন। ৫ জন মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন এবং ৪জন স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাইফুল ইসলাম, হাছানুল ইসলাম প্রামানিক, আতিয়ার রহমান ও সাবেক মেয়র এ, জেড, এম, মেনহাজুল হক।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। বিকেলে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক উপস্থিত সাংবাদিকদের এ ব্যাপারে নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং আগামী ২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে প্রথম বর্ধিত সীমানা নিয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ৩৩,৩৯৯ জন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top