শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ রেল হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান : রেলমন্ত্রী

পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৯:৫৯

বাংলাদেশ রেল হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান : রেলমন্ত্রী

বাংলাদেশ রেল হচ্ছে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে রেলওয়ের যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলে হয়নি। ‘৯১-৯২ সালে বিএনপি সরকারের আমলে গোল্ডেন হ্যাকসেকের মাধ্যমে হাজার হাজার রেল কর্মচারীদের বিদায় দেয়া হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে ডেমু ট্রেন চলাচলের শুভ উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী এড. নূরুল হক সুজন এসব কথা বলেন।

রবিবার (৯ অক্টোবর) সকালে পার্বতীপুর জংশন স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এলাকার সংসদ সদস্য এড. মোস্তাফিজুর রহমান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম।

রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কেলোকা’র প্রধান নির্বাহী রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী ফিতা কেটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন এবং তিনিসহ অন্যান্যরা ট্রেনের যাত্রী হয়ে রংপুরের উদ্দ্যেশে পার্বতীপুর স্টেশন ছেড়ে যান। ট্রেনের পরিচালক ছিলেন ফজলুল হক, চালক হারুনুর রশিদ এবং সহকারী চালক আলমগীর হোসেন।

উল্লেখ্য, ২০১৩ সালে কম্পিউটার নিয়ন্ত্রিত ডেমু ট্রেনগুলো চীন থেকে আমদানী করা হয়েছিল। কিন্তু চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় যান্ত্রিক ত্রুটি হয়ে ক্রমে ট্রেনগুলো অচল হয়ে পড়ে। অবশেষে দেশীয় প্রকৌশলীগণ নিজ দক্ষতায় ট্রেন সচল করেন। উদ্বোধনের পর ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচল করবে। প্রতিদিন বিকেল সোয়া ৫টায় পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রংপুর থেকে ৬টা ২০ মিনিটে ছাড়বে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top