• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কক্সবাজার সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৪:০২

কক্সবাজার সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের সঙ্গে আবারও ভেসে আসছে হাজার হাজার মরা জেলিফিশ। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে সৈকতের কলাতলী পয়েন্টে হাজার হাজার মরা জেলিফিশ বালুতে আটকে থাকতে দেখা গেছে। তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে এর সঠিক কারণ কেউ বলতে পারছেন না। মৃত্যুর কারণ বের করতে কাজ করছে একাধিক সংস্থা।

স্থানীয় জেলেদের কাছে জেলিফিশ সাগরের ‘লোনা’ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে জেলেদের জালে এসব জেলিফিশ আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় এক যুবক বলেন, কলাতলী পয়েন্টজুড়ে জেলিফিশ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এভাবে একসঙ্গে মরা জেলিফিশ আগে দেখেনি। হয়তো এতোদিন সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। জেলেরা জাল ফেলার কারণে জেলিফিশের মৃত্যু হচ্ছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এগুলো এখন মারা যাওয়ার সময় নয়। হয়ত জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছিল। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top