• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লালমনিরহাটে বিয়ে বাড়িতে ‘কীটনাশক মেশানো’ চা পানে অসুস্থ ১৪

নিশি রহমান | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ২৩:৩৩

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লালমনিরহাটে পাটগ্রামের বিয়ে বাড়িতে কীটনাশক মেশানো চা পান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ১৪ জনকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল রাত ৯টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পাটগ্রাম শ্রীরামপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে অতিথিদের নাস্তা খাওয়ার পর তাদের চা পান করানো হয়। চা বানানোর সময় ভুলবশত চা পাতা না দিয়ে তাতে কীটনাশক মেশানো হয়েছিল। আর ওই চা পান করেই অসুস্থ হয়ে পড়েন বিয়ে বাড়ির অতিথিরা।তখন স্থানীয়রা তাদের দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, অসুস্থরা বিষাক্ত কিছু পান করেছেন। তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার সকালে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ১৪ জন অসুস্থ আছেন। তাদের চিকিৎসা চলছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তবে জানতে পেরেছি ধীরে ধীরে অসুস্থরা সুস্থ হচ্ছেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top