• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মুকসুদপুরে মুক্তিযোদ্ধা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১, ২৩:০৪

ছবি: নিউজফ্ল্যাশ৭১

গোপালগঞ্জের মুকসুদপুরে একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয় ও সাধারণ পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাটে কুলোকোনা মৌজার ১নং খতিয়ানের ৬৮৫ নং দাগের ৮ শতাংশ জমির উপর এ কার্যালয় এবং পাঠাগার ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রুস্তুম আলী মোল্লা, মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী খন্দকার, মুকসুদপুর উপজেলা কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, গোবিন্দপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামসহ মুক্তিযোদ্ধা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেন্দ্রীয় কমিটির সভাপতি রুস্তুম আলী মোল্লা বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধা কার্যালয়ে একটি কমপ্লেক্সের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সাধারণ জনগণের পাঠ্যভাস, শরীর চর্চা, কমিউনিটি সেন্টার, মুক্তিযোদ্ধাদের বিশ্রামাগার এছাড়া ইতিহাস ও ঐতিহ্য রক্ষার জন্য বহুমুখী বিনোদন কেন্দ্র করা হবে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top