• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ০০:২৭

সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে আনসার-ভিডিপি সদস্য সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হয়েছেন। জাতীয় সমাবেশ উপলক্ষে বাহিনীর কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কানাডার আকাশে সন্দেহজনক বস্তু ভূপাতিত

প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শনের পর মার্চপাস্ট করে একে একে তাঁকে অভিবাদন জানায় ইউনিট পতাকাবাহী কন্টিনজেন্ট, ব্যাটালিয়ন আনসার (পুরুষ) কন্টিনজেন্ট, ব্যাটালিয়ন আনসার (মহিলা) কন্টিনজেন্ট, জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি (পুরুষ) কন্টিনজেন্ট, সাধারণ আনসার, ভিডিপি-টিডিপি (নারী) কন্টিনজেন্ট এবং সবশেষে বিশেষায়িত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) কন্টিনজেন্ট। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের পাশাপাশি বুদ্ধিমত্তা, একনিষ্ঠতা, সততা, দূরদর্শিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন।

কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্থাপনার উদ্বোধন করবেন বলে জানান আনসার ভিডিপি একাডেমির সহকারী পরিচালক জাহিদুল ইসলাম। তিনি বলেন, স্থাপনার মধ্যে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবিকে ভিত্তি ধরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘স্বাধীনতার পথে’, ১৯৭১ সালের ১৭ এপ্রিল ১২ জন আনসার সদস্যের গার্ড অব অনার দেওয়ার ভাস্কর্য ও একাডেমির মূল ফটকের দুই পাশে নির্মিত মুরাল।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. ফখরুল আলম। কুচকাওয়াজ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ সরকারি কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত আছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top