• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাড়ির সামনে হইচই করায় গাছে বেঁধে ৩ শিশুকে নির্যাতন, গ্রেফতার ১

নিশি রহমান | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৩, ২২:৩০

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে ৩ শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা এক শিশুর পিতা।  গতকাল সকালে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামি মো. আলম হাওলাদার (৫৫) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

জানা গেছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে আলম হাওলাদারের বাড়ির সামনে খেলাধুলা করছিল একই গ্রামের ফেরদৌস হাওলাদারের ছেলে মো. ওমর হাওলাদার (৬),হাসান হাওলাদারের ছেলে বায়জিদ হাওলাদার (৫) ও  হারুন আকনের ছেলে মানিক আকন (৫)। তখন আলম হাওলাদার ওই তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। স্থানীয়রা গোপনে এ দৃশ্য ক্যামেরায় ধরে রাখেন।

আরও পড়ুন>>> লক্ষ্মীপুরে মাছ ঘাট দখল নিয়ে সংঘর্ষ, নিহত -১

নির্যাতিত শিশুরা ১৯৫ নং পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা হাসান হাওলাদার বাদি হয়ে গত মঙ্গলবার রাতে থানায় একই গ্রামের মো. আলম হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল আলমকে আটক করে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ‘শিশুদের দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের ছবি পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি আলম হাওলাদরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top