খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে পাঁচজন আটক
   নিজস্ব প্রতিবেদক
                                                 | 
                                                প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৬
  নিজস্ব প্রতিবেদক
                                                 | 
                                                প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৩৬
                                        
 
                                        খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান বিপুল সংখ্যক অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওই স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি সেনা জোন বটতল দক্ষিণ কাঞ্চননগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়।
আরও পড়ুন: আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন বাইডেন
এছাড়া অভিযানে ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড অ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিন), ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড অ্যামোনিশন ভর্তি ম্যাগাজিন) ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড অ্যামোনিশন), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল চায়না (৩ রাউন্ড অ্যামোনিশন), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজসহ), ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম এবং ব্যবহৃত ইউনিফরম জব্দ করা হয়। পরে আটক সশস্ত্র সন্ত্রাসী এবং জব্দ হওয়া সরঞ্জাম প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়: খাগড়াছড়ি সেনাবাহিনীর অভিযান সন্ত্রাসী আটক পুলিশ অস্ত্র উদ্ধার newsflash71 News newsflash Latest News Update News

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।