• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ভোলায় তুলার গুদামসহ তিনটি বসতঘর ভস্মীভূত, একজনের মৃত্যু

শাকিল খান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ১৭:০৯

ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে মো. ইব্রাহিম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার রাত ১১টার দিকে জামিরালতা সড়কের পাশের হোসেন বেডিং হাউসের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে ওই এলাকার গ্যাসের সঞ্চালন লাইন ও রাইজার বিস্ফোরণ হলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা সদর ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আসার আগেই তুলার গুদামসহ পাঁচটি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে মো. ইব্রাহিম নামে এক রেস্টুরেন্ট ব্যবসায়ী মারা যান। আহত ছয়জনের মধ্যে দুজনকে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, আগুন নেভাতে ব্যবসায়ী মো. ইব্রাহিমের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top