• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিজ ঘরে হত্যার শিকার প্রতিবন্ধী নারী

শাকিল খান | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩, ১৭:৪৫

সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগানবাড়ি ফকিরপাড়া এলাকার নিজ বাড়িতে প্রতিবন্ধী এক নারীকে খুন করা হয়েছে। নিহত হনুফা বেগম বিরুলিয়ায় স্বামী হারুন অর রশিদ তুষারের সঙ্গে বসবাস করতেন। তার এক পায়ে সমস্যা থাকায় ভালো হাঁটতে পারতেন না।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ নিহতের স্বামীর বরাত দিয়ে জানায়, তার স্বামী রাতে মসজিদে তারাবির নামাজ পড়তে যান। বাড়ি ফিরে স্ত্রী হনুফার বিছানার ওপর মরদেহ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেন। এদিক সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুধু হনুফাকে খুন করা হয়েছে। কিন্তু ঘরের সবকিছু ঠিকঠাক আছে। কিছুই নেওয়া হয়নি।

সাভার মডেল থানার উপপরিদর্শক ও বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ দিদার হোসাইন জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে সাভার মডেল থানার ফাড়ি ইনচার্জ ও এস আই দিদার হোসাইন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top