• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

শাকিল খান | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ১৭:১০

ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিস

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকরা।

রোববার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আজ সোমবার (১৭ এপ্রিল) ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া উপজেলা শহরসহ উপজেলাজুড়ে অতিমাত্রায় লোডশেডিং চলছে। অতিমাত্রায় লোডশেডিংয়ে গ্রাহকরা অতিষ্ঠ। এরই সূত্র ধরে রবিবার ইফতারের পর ছাগলনাইয়া শহরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে গেলে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করেন। এ সময় তারা লোহার গেট, ইলেকট্রিক যন্ত্রপাতি, অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জানে আলম জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।

ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, রবিবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top