• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাস-বালুবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শাকিল খান | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ১৭:১৮

ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত সাড়ে ৩টায় উপজেলার চড়ারহাট টুলটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বালুবাহী ট্রাকের ড্রাইভার পাবনা সাঁথিয়া উপজেলা আকরাম হোসেন (৩৫) এবং কোচর যাত্রী দিনাজপুর পার্বতীপুর উপজেলা আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে মা এন্টারপ্রাইজ নামের একটি বাস দিনাজপুরের দিকে আসছিল। এ সময় পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পরে একই দিন রাত সাড়ে ৩টায় ওই এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও এক শিশু নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি তাওহীদ হাসান জানান, সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top