• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

শাকিল খান | প্রকাশিত: ১ আগষ্ট ২০২৩, ১৭:৫১

ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত রোহিঙ্গা যুবক উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে ইসমাইল (২১)। তাকে সহায়তা করা আটক দুজন হলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন (২৬) ও কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার হাসেম ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭)।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ইসমাইল দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

তিনি আরও বলেন, তাকে সহযোগিতার অভিযোগে আটক হোসাইন নিজের নাম সোহেল বলে জানিয়েছেন। পরে তার জাতীয় পরিচয়পত্রে হোসাইন পাওয়া গেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওসি হেলাল উদ্দিন জানান, পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গাসহ তিনজন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top