পাহাড় ধসে একরাত বন্ধ থাকার পর সাজেকে যান চলাচল শুরু, পর্যটক চলাচলে সমস্যা নেই...

শাকিল খান | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণে পাহাড় ধসে পর্যটন এলাকা সাজেকের সঙ্গে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতভর সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে ফের যান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, সকাল থেকে রাস্তার ওপর থেকে মাটি সরানোর কাজ শুরু হয়েছে। হালকা যানচলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি পর্যটক চলাচলে সমস্যা হবে না।

সোমবার সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হলে দিঘীনালা সাজেক সড়কের শুকনাছড়া-বড়ইতলি এলাকায় সড়কের দুই পাশে মাটি ধসে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top