• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জাতীয় পরিচয়পত্র করতে এসে ৫ রোহিঙ্গা যুবক আটক

শাকিল খান | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে পাঁচ রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। এ সময় তাদের তিন বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে ৫ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ছেলে আব্দুর রহমান (২০), হাজি সৈয়দ আলীর ছেলে মো. মজিবর (২১), আমানুল্লাহর ছেলে এনামুল্লাহ (২১), মো. আব্দুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান (১৯) ও নুর মোহাম্মদের ছেলে মো. নুর কামাল (১৯)।

তাদের সহযোগী তিন বাংলাদেশি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবুল হোসেনের ছেলে মো. ফরিদ (১৯) একই উপজেলার মৃত লতিফ মিয়ার ছেলে মো. সিরাজুল (১৯) ও সখিপুর উপজেলার হাসেন আলীর ছেলে মো. সিয়াম (২০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিচয় গোপন রেখে পাঁচ রোহিঙ্গা যুবক এনআইডি কার্ড করার জন্য ফুলপুর নির্বাচন কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফোন করে ফুলপুর থানার পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাদের আটক করে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top