• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আটক ৪

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২১, ২২:২৪

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনের ছবি তোলার সময় স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে আটকে রেখে গাছের সাথে বেঁধে পেটানোর ঘটনার অভিযোগে সোমবার (১ ফেব্রুয়ারি) গভীররাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- ঘাগটিয়া এলাকার ফয়সাল আহমেদ, আনহারুল ইসলাম, তাহির হোসেন ও মাসবিরুল ইসলাম।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আখতারের নেতৃত্বে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া নির্যাতিত সাংবাদিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান। এসময় অবৈধভাবে বালু-পাথর বিক্রেতা চক্র সাংবাদিক কামাল হোসেনকে ঘাগটিয়া বাজারে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর প্রতিনিধি এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top