• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২১, ১৫:১২

পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

বাগেরহাট জেলার অন্তর্গত পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকেলে ৫ টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর আগুন লাগার সঠিক কারণ জানতে রাতে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক'কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন।

আগুন লাগার বিষয়ে ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সিপিজে সদস্য সোলায়মান হোসেন বনের মধ্যে ধোয়ার কুণ্ডলী দেখে আমাকে ফোন করেন।

পরে আমি সিপিজি সদস্য, স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করি। তাছাড়া ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ির এক কিলোমিটার ভিতরে প্রায় ৬ শতাংশ বনভূমি পুড়ে যায়। তবে বড় ধরনের কোনও গাছের ক্ষতি হয়নি।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুন নিয়ন্ত্রণে আসলে সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। বনের গাছের পাতা পড়ে মাটি প্রায় দেড় দুই ফুট উঁচু পাতার স্তর তৈরি হয়েছে। যার ফলে মাঝে মধ্যে আগুন জ্বলে উঠছে। ঝুটের কারখানায় আগুন লাগলে যেমন পরিস্থিতি সৃষ্টি হয় তেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সুন্দরবন সংলগ্ন ধানসাগর গ্রামের মামুন ও সিফাত জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে অজ্ঞাত পরিচয়ের ৬ যুবক সুন্দরবন থেকে বেরিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত চলে যাওয়ার পর ওই এলাকায় আগুন দেখা যায়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বিড়ি সিগারেটের আগুনে বনে আগুন লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক'কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top