শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

চার বছরের তাছিনের এখন শিকলে বাঁধা জীবন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৩৯

সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকার চার বছরের শিশু আবু তাছিনের জীবন আজ শিকলে বাঁধা। ছোট্ট এই শিশুটি যেন পৃথিবীর আলো–বাতাসে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার হারিয়েছে অনেক আগেই। বারান্দার এক কোণে দুই হাত বাঁধা অবস্থায় দিন কাটছে তার।

‎বয়স যখন মাত্র দুই বছর, তখন থেকেই তাছিনের আচরণে দেখা দেয় অস্বাভাবিকতা। ধীরে ধীরে সেই সমস্যা বেড়ে চরম আকার ধারণ করে। এখন হাত খোলা মাত্রই নিজের শরীরে আঘাত করে ক্ষত-বিক্ষত করে ফেলে সে।

‎অর্থের অভাবে শিশুটির পরিবার চিকিৎসা বন্ধ করতে বাধ্য হয়। ফলে দিন-রাতই বাঁধা অবস্থায় রাখতে হয় তাছিনকে।

‎তাছিনের বাবা সুজন মিয়া পেশায় রিকশাচালক, বর্তমানে ঢাকায় জীবিকার তাগিদে কাজ করেন। মা তাসলিমা বেগমও ঢাকায় গার্মেন্টসে কর্মরত। বাড়িতে তাছিনের দেখাশোনা করেন তার নানি হামিদা খাতুন।

‎হামিদা খাতুন কষ্টভরা কণ্ঠে বলেন, “আমি নাতিরে কষ্ট করে লালন-পালন করতেছি। মেয়া-জামাই ঢাকায় কামলা দেয়। টাহা না থাকায় চিকিৎসা করাইতে পারি নাই। এখন দিন-রাত বেঁধে রাখি, না হলে নিজেরে নিজেই মারধর করে।”

‎তাছিনের বাবা সুজন মিয়া বলেন, “যদি টাহা থাকতো, ভালো চিকিৎসা করাতে পারতাম। হয়তো ছেলেটা স্বাভাবিক হইয়া যাইতো।”

‎দরিদ্র এই পরিবারের আশা— সমাজের সহৃদয় মানুষ, প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে হয়তো ছোট্ট তাছিন আবারো মুক্ত জীবনে ফিরতে পারবে।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top