শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

দীর্ঘ ৯ মাস পর খুলল সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন: মানতে হবে ১২ নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ০৯:২৯

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণে যেতে হলে মানতে হবে সরকারের দেওয়া ১২টি নির্দেশনা। এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে প্রশাসন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। গত ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে দ্বীপটিতে পর্যটক যাতায়াত বন্ধ ছিল।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন,

“সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আগে টেকনাফ থেকে জাহাজ চললেও নিরাপত্তার কারণে এবার কক্সবাজার শহর থেকেই পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাবে।”

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম জানান,

“পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোডবিহীন টিকিট নকল হিসেবে গণ্য হবে।”

এছাড়া পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলবে। তবে আইনগত সীমাবদ্ধতার কারণে উখিয়ার ইনানী ঘাট থেকে যাতায়াতের সুযোগ থাকছে না।

গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নীতিগত সম্মতির চিঠি পাঠানো হয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন,

“সেন্ট মার্টিনে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। এর জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় গত বছর থেকেই পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top