মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

১৩ নভেম্বরের কর্মসূচি সফলে ‘বোম ফারুককে’ টাকা দেন নিক্সন চৌধুরী

নি | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৮:৫১

সংগৃহীত

ঢাকায় ১৩ নভেম্বরের কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সংগঠিত করছিলেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে ‘বোম ফারুক’ (৭২)। এই কাজে তাকে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী— এমন দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ তথ্য জানান।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে এক নারীসহ ফারুক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার মৃত মো. জাহিদ হোসেনের ছেলে।

ফারুক হোসেন পূর্বে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। বোমা বিস্ফোরণে তার বাম হাতের মধ্যমা আঙুল বিচ্ছিন্ন হওয়ায় তিনি স্থানীয়ভাবে ‘বোম ফারুক’ নামে পরিচিত।

জানা যায়, ফারুক হোসেন বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিদেশে অবস্থান করায় সম্প্রতি তিনি নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করেন। গত ৩ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

“ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সব থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ১০-১১-১২ তারিখ নিজ নিজ এলাকায় অবস্থান করে মিছিল করুন। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন— অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ, অগণতান্ত্রিক সরকারের পতন হোক।”

এরপরই সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে এসপি মো. আব্দুল জলিল জানান,

“কার্যক্রম নিষিদ্ধ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ও তার বাসা থেকে জেলা যুবমহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুক হোসেনকে ১৩ নভেম্বরের কর্মসূচি সফল করতে সাবেক এমপি মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ৫ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে ফারুক ৪ লাখ টাকা ইতোমধ্যে অন্য একজনকে দিয়েছেন। কৌশলগত কারণে এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না।”

তিনি আরও জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় ৪টি এবং ঢাকায় ডিএমপিতে ২টি মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করা হয়েছে। ওই মামলায় মঙ্গলবার দুপুরে ফারুক ও নাসরিন আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top