৩-৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে সিদ্ধান্ত : আইন উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৮:৫৮
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী তিন থেকে চার দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। তিনি আশা প্রকাশ করেছেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন আইন উপদেষ্টা।
দেশে চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন,
“রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। এত বড় ধরনের পরিবর্তন বাস্তবায়ন সহজ নয়। ধীরে ধীরে এগোলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারব।”
তিনি আরও বলেন,
“অনেকে মনে করেন সব সংস্কার একসাথে করতে হবে, কিন্তু বিষয়টা এত সহজ নয়। যখন আমরা আন্দোলন করতাম, তখন ভাবতাম সহজ হবে, এখন বুঝতে পারছি কতটা কঠিন।”
সংবিধানভিত্তিক সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন,
“সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে। অন্য কোনো সংস্কার কারো নজরে আসে না। সংবিধান কোনো ম্যাজিক নয়, লিখে দিলেই সমাধান হয়ে যায় না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস না বদলালে কিছুই পরিবর্তন হবে না।”
তিনি সংবিধানের উদাহরণ টেনে বলেন,
“সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন— কিন্তু কখনো কি তা বাস্তবায়িত হয়েছে?”
বিচার বিভাগ সংস্কার বিষয়ে আসিফ নজরুল দাবি করেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
“বিচার বিভাগ সংস্কার কমিশনের দেওয়া ৭০–৮০ শতাংশ প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। অথচ অপপ্রচার করে বলা হয়, কোথায় সংস্কার?”
ভবিষ্যৎ নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমাদের ভয় থাকে— নির্বাচিত সরকার এলে এই সংস্কারগুলো ধরে রাখবে কি না। তাই নতুন সরকারের কাছে অনুরোধ, এসব সংস্কার ধরে রাখবেন, আরও শক্ত ভিত্তিতে নিয়ে যাবেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।