মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

ব্রেন স্ট্রোকের পর কাজে ফিরলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৭:৪৬

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মল্লিক গত ৩ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘ অসুস্থতার পরে তিনি আবার শুটিংয়ে ফিরেছেন এবং বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, শুটিংয়ে ফিরতে প্রথমে সায়ন্তনী ভয় পাচ্ছিলেন। তিনি বলেন, “এত বড় ব্রেন স্ট্রোকের পর ফ্লোরে সংলাপ বলতে পারব কি না ভেবেই ভয় করছিলাম। তবে এসভিএফ-এর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক এবং সবাই আমাকে চেনে। তাই ভয়ের মধ্যে থেকেও সবাই সাহস জুগিয়েছে।”

সায়ন্তনী সম্প্রতি ‘রান্নাঘর’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, ৩১ আগস্ট ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং শেষ করে তিনি ছুটিতে ছিলেন এবং স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ৩ সেপ্টেম্বর সকালে স্বাভাবিকভাবেই ওয়ার্কআউট করার পর হঠাৎ অসুস্থতা শুরু হয়।

শুটিংয়ে ফেরার এই যাত্রা সায়ন্তনীর জন্য এক নতুন আশা এবং অনুপ্রেরণা হিসেবে প্রকাশ পাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top