মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৮:২০

সংগৃহীত

১৩ নভেম্বরকে ঘিরে কোনো ধরনের শঙ্কা বা উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন ভাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে যেন এগুলো না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কমিশনার জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা করা হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর থেকে এ পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও নাশকতা মামলায় ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার বলেন, “নাশকতা যারা করে, ঢাকাবাসী তাদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top