পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পুলিশকে অকথ্য গালিগালাজ বিএনপি নেতার
পাট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ২০:৫৩
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রধান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পাটগ্রাম থানার এসআই হামিদুর রহমান। এর আগে ১১ নভেম্বর উপজেলার বুড়িমারী ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম প্রধান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
জানা যায়, দীর্ঘ দিন ধরে গোপনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি পুলিশ সদস্যদেরকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থাকা একজন রাজনৈতিক নেতা অবৈধ কর্মকাণ্ডে বাধা পেয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় তার রাজনৈতিক নৈতিকতা ও দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাটগ্রাম উপজেলা বিএনপি রফিকুল ইসলাম প্রধানকে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়। পরবর্তীতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও নতুন করে পুলিশ সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় তিনি আবারও ব্যাপক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন।
এ বিষয়ে জানতে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রধানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পাটগ্রাম থানার এসআই হামিদুর রহমান বলেন, অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে গিয়েই আমাদের এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। পুলিশ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা কখনোই প্রত্যাশা করি না। পাটগ্রাম উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়েই পুলিশকে উদ্দেশ্য করে এমন আপত্তিকর মন্তব্য করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।