বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

জোর করে চুম্বনের চেষ্টা, আত্মরক্ষায় তরুণীর কামড়ে অতপর...

স্টাফ রিপোর্টার: | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৪

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। জোর করে চুম্বন করার চেষ্টা করায় আত্মরক্ষার্থে এক তরুণী তার সাবেক প্রেমিকের জিহ্বার একটি অংশ কামড়ে ছিঁড়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে।

পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম চাম্পি (৩৫)। তিনি বিবাহিত এবং কানপুরের দরিয়াপুর গ্রামের বাসিন্দা। তদন্তে জানা গেছে, একসময় ওই তরুণী ও চাম্পির মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও মেয়ের পরিবারের ব্যবস্থাপনায় অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকেই চাম্পি বিভিন্নভাবে তাকে অনুসরণ করতেন এবং দেখা করার চেষ্টা করতেন।

ঘটনার দিন তরুণী বাড়ির পাশে পুকুরে রান্নার চুলার জন্য কাদা তুলছিলেন। এসময় চাম্পি সেখানে উপস্থিত হয়ে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। প্রতিবাদ করলে তিনি জোর করে চুম্বন করার চেষ্টা করেন। পরিস্থিতি হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠলে আত্মরক্ষার্থে তরুণী তার জিহ্বায় কামড় দিয়ে একটি অংশ ছিঁড়ে ফেলেন।

চাম্পির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ দিনেশ ত্রিপাঠী জানান, ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top