স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল
গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫০
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট বর্তমানে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে কারখানা থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযানে নামে।
দুপুর ১টার দিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম নিশ্চিত করেন যে, নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার নুর আলম দায়িত্ব পালন করছেন।
এদিকে রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম জানান, উপপরিচালকের নির্দেশনায় সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।