বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

বঙ্গোপসাগরে এক টানে ২০০ মণ ইলিশ, পাথরঘাটায় উৎসবের আমেজ

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:০৮

পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো বিক্রি করা হয়। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবিশ্বাস্য মৎস্য শিকার এক টানেই উঠেছে প্রায় ২০০ মণ ইলিশ! এফবি রাইসা নামের ট্রলারটির জালে উঠে আসা এই বিপুল পরিমাণ ইলিশ বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মণপ্রতি ২৬ হাজার টাকা দরে মোট ৫২ লাখ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ আড়তে এই মাছ বিক্রি করা হয়। জানা যায়, গত সোমবার (১৭ নভেম্বর) কুয়াকাটা উপকূল থেকে সাগরের প্রায় ৭০ কিলোমিটার গভীরে ইলিশগুলো ধরা পড়ে।

ট্রলারটি ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সাগরে যাত্রা করে। মাঝি মাসুদ জানান, প্রথম কয়েক দিনে মাত্র ৪০০ পিস মাছ ধরা পড়ে। কিন্তু ১৭ নভেম্বর বিকেলে জাল ফেলতে গিয়ে হঠাৎ fortunes turn — এক টানেই উঠে আসে আনুমানিক ১৮ হাজার ইলিশ।
তিনি বলেন, “দীর্ঘদিন মাছ না পেয়ে খুব কষ্টে দিন কাটছিল। হঠাৎ এত মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত।”

ধরা পড়া ইলিশের প্রতিটির গড় ওজন ৩০০–৪০০ গ্রাম।

ট্রলারের মালিক রুবেল বলেন, “অনেক দিন ধরে সাগরে মাছ উঠছিল না। প্রচুর লোকসান গুনতে হচ্ছিল। এ মাছ আমাদের কিছুটা স্বস্তি দেবে।”

আড়তদার মোস্তফা আলম জানান, কয়েকদিন আগেও অন্য একটি ট্রলার থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হয়েছে।
“জেলেরা আবার মাছ পাচ্ছে—এটাই সবচেয়ে বড় সুখবর।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,
“দীর্ঘদিন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছিল না। হঠাৎ এভাবে এক ট্রলারে ২০০ মণ ইলিশ পাওয়ায় আমরা সবাই আনন্দিত।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top