বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে নিহত ছাত্রশিবির নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৭:৩০

সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছে উঠতে গিয়ে পা ফসকে পুকুরে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ মনোয়ার কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে। তিনি একই ওয়ার্ডের ছাত্রশিবির সভাপতি এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল্লাহ বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি খেজুর গাছে উঠেছিলেন। এক পর্যায়ে পা ফসকে তিনি পাশের পুকুরে পড়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নম্বরে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top