চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার নিচে পড়ে নিহত ১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ২০:৪৩
চট্টগ্রাম বন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নিচে পড়ে এক বন্দরকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর এলাকার এক্সপ্রেসওয়ের পতেঙ্গামুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়া প্রাইভেটকারটি হঠাৎ এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ সময় সড়কে হেঁটে যাওয়ার সময় গাড়িটির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী শফিক (৫৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক বন্দর কর্তৃপক্ষের কর্মী ছিলেন বলে জানা গেছে।
ওসি তদন্ত আরও জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চারজনও গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।