শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৪৬

সংগৃহীত

রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

‎‎পিডিবি জানায়, ভূমিকম্পজনিত সতর্কতার অংশ হিসেবে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে। এর ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানায় সংস্থাটি।

‎‎আগুন, ক্ষয়ক্ষতি ও ভবন হেলে পড়ার একাধিক খবর

‎ভূমিকম্পের তীব্রতায় রাজধানীসহ বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ায় এবং কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিভিন্ন স্থানে জরুরি সেবা দিচ্ছে।

‎ঢাকা ও আশপাশের ঘটনাগুলো—

‎খিলগাঁও: নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী একটি দোতলা বাড়িতে ইট পড়ে একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।

‎বারিধারা ব্লক-এফ, রোড-৫: একটি বাসাবাড়িতে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুই ইউনিট অগ্নিনির্বাপণ করছে। আগুনের কারণ ভূমিকম্প কিনা তা এখনো জানা যায়নি।

‎‎সূত্রাপুর স্বামীবাগ: ৮ তলা একটি ভবন পাশের অন্য একটি ভবনের দিকে হেলে পড়েছে বলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।

‎প্রধান উপদেষ্টার কার্যালয়: একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও স্যাটেলাইট ফায়ার স্টেশনের পরিদর্শনে কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

‎‎কলাবাগান আবেদখালী রোড: ৭ তলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এখনো কোনো হতাহতের খবর নেই।

‎‎ঢাকার বাইরে—

‎‎মুন্সীগঞ্জের গজারিয়া: একটি বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

‎‎ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে

‎মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিভিন্ন স্থাপনায় পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল এবং আতঙ্কজনিত দৌড়াহুড়িতে আহত হওয়ার ঘটনা ঘটে।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top