শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

পোস্টে তিনি জানান, আগামী ২৫–২৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে, বিশেষ করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে, একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি ধাপে ধাপে নিম্নচাপ → গভীর নিম্নচাপ → ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গবেষকের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে শুরু করে বাংলাদেশে চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানে আঘাত হানতে পারে আগামী ১-৪ ডিসেম্বরের মধ্যে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top