সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

মুশফিকের মৃত্যু ‘আত্মহত্যা নয়’—পরিবারের দাবি; স্বচ্ছ তদন্তের দাবি জানালো স্বজনরা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৫

সংগৃহীত

রাজধানীর একটি ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুশফিকের মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পরিবার দাবি করেছে—এই ঘটনা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। তারা অভিযোগ করেন, বিভিন্ন মহল এটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু পরিবারের হাতে এমন কিছু যৌক্তিক প্রশ্ন ও তথ্য রয়েছে যা ঘটনাটিকে সন্দেহজনক করে তুলছে।

মুশফিকের পরিবারের সদস্যরা জানান, “আমরা ভেঙে পড়েছি। তবে স্পষ্টভাবে বলছি—মুশফিক আত্মহত্যা করতে পারে না। তাকে যারা আত্মহত্যার সাথে যুক্ত করছে, তারা ভুল তথ্য ছড়াচ্ছেন। আমরা চাই, প্রশাসন ঘটনাটি নিরপেক্ষভাবে এবং স্বচ্ছভাবে তদন্ত করুক।”

পরিবার আরও প্রশ্ন তোলে—১১ তলা থেকে পড়লে শরীর প্রায় অক্ষত থাকা কীভাবে সম্ভব? যদি অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটে থাকে, তার স্পষ্ট চিহ্ন কোথায়? পরিবারের দাবি, এত উঁচু থেকে পড়ে কেবলমাত্র বাম পা ভেঙে যাওয়া স্বাভাবিক নয় এবং এটি ঘটনাকে আরও সন্দেহজনক করে তোলে।

এছাড়া মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “কালো” মন্তব্য ও বডি শেমিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তারা বলেন, “আমাদের ছেলে ছোটবেলা থেকেই স্বাভাবিক ছিল। কেউ তাকে নিয়ে এমন মন্তব্য করবে—এটা অত্যন্ত কষ্টের। মুশফিক ভদ্র, শান্ত এবং পড়াশোনায় মনোযোগী ছিল। বাজে কোনো কাজে সে কখনোই সময় নষ্ট করত না।”

পরিবারের সদস্যরা দাবি করেন, মুশফিকের ব্যক্তিত্ব, আচরণ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি—কোনো কিছুই আত্মহত্যার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ঘটনাটি আত্মহত্যা নয় বরং রহস্যজনক।

স্বজনদের আহ্বান, “দয়া করে কেউ এটিকে আত্মহত্যা ধরে নিয়ে চুপ হয়ে যাবেন না। আমরা সঠিক তদন্ত চাই। যেন কোনো বাহ্যিক প্রভাব বা চাপের কারণে আসল সত্য আড়াল হয়ে না যায়।”

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে আরও গভীর অনুসন্ধানের দাবি উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top