• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সুন্দরবন ঘুরতে এসে আর ফেরা হলো না বাড়ি!

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩১

সুন্দরবন ঘুরতে এসে আর ফেরা হলো না বাড়ি!

বন্ধুদের সাথে সুন্দরবন ঘুরে ফেরার পথে ট্রাকের চাপায় বোরহান উদ্দীন নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় শোহান নামের মাটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার সময়ে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলাধীন শ্যামবাগাদ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দীন যশোর জেলার বাগাড়পাড়া থানার আগড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। আহত শোহান একই এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কাটাখালি হাইওয়ে থানার পুলিশ।

নিহত বোরহানের সঙ্গে ঘুরতে আসা বন্ধু সংগ্রাম হোসেন বলেন, আমরা শুক্রবার সকালে ৬টি মোটরসাইকেলে করে মোট ১২ বন্ধু সুন্দরবন দেখার জন্য ঘুরতে আসি। সুন্দরবনের মোংলা হয়ে করমজল ঘুরে সন্ধ্যার দিকে আবার মোংলায় ফিরি। সেখান থেকে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যশোরের উদ্দেশে রওনা হই। শ্যামবাগাদ এলাকার জুটমিল সংলগ্ন রাস্তায় ক্রস হতে যাওয়া একটি বাইসাইকেলের সঙ্গে বোরহানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ বোরহান ও শোহান রাস্তার উপর পড়ে যায়। মুহুর্তেই দ্রুত মোংলাগামী একটি ট্রাক বোরহানকে চাপা দেয়। সাথে সাথে ঘটনাস্থলেই সে মারা যায়।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ‘ঘটনাস্থল থেকে হতাহত দুই যুবককে উদ্ধার করেছি। ট্রাকটি জব্দ করা হলেও চালক তৎক্ষণাত পালিয়ে গিয়েছে।’

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top