• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রাজশাহীতে মাদক চিকিৎসায় সুস্থ ব্যক্তিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী থেকে | প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ২২:১৯

রাজশাহীতে মাদক চিকিৎসায় সুস্থ ব্যক্তিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসার মাধ্যমে মাদক ছেড়েছেন এমন ব্যক্তিদের নিয়ে রাজশাহী ‘বিভাগীয় রিকভারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় এর আয়োজন করে।

সম্মেলনে রাজশাহী বিভাগের আট জেলার ৪৭টি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ৫৬৪ জন ব্যক্তি যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে তারা বলেন, আর কেউ যেন মাদক গ্রহণ না করেন। দেশে যেন মাদকের উৎপাদন না হয়। সীমান্ত পেরিয়ে যেন কোন মাদক আসতে না পারে।

অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ স্থান থেকে মাদক নির্মুলের প্রচেষ্টার কথা তুলে ধরেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

মাদক ছেড়ে আসা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারও দেশের সম্পদ। নিজেকে কখনও ছোট মনে করবেন না। যে যা কাজ পান তাতেই লেগে পড়েন। কাজে ব্যস্ত থাকলে কখনও মাদকের কথা মনে পড়বে না। সবাই ভাল থাকবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণের জন্য প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে- এসব দেখে রাখলে তাকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top