• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাঘার চরাঞ্চলে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজশাহী থেকে | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৮:৫৬

বাঘার চরাঞ্চলে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় ইব্রাহিম দেওয়ান (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোশাররফ হোসেন (৩৭) নামের আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া বাজারে এ ঘটনা ঘটে। ইব্রাহিম বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল চৌমাদিয়া গ্রামের আবু দেওয়ানের ছেলে। ইব্রাহিমের পরিবারের অভিযোগ প্রতিপক্ষ রশিদ বাহিনীর গুলিতে ইব্রাহিমের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রশিদ ও জিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা চরাঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য এলাকায় আতঙ্ক ছড়ায়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পরিদর্শক আবদুল বারী জানান, বুধবার রাতে চরাঞ্চলের চৌমাদিয়া বাজারে বসে আড্ডা দিচ্ছিলেন ইব্রাহিম ও মোশারফ।

এ সময় চরাঞ্চলের রশিদ বাহিনী ও জিয়ার বাহিনীর লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়। ইব্রাহিমকে প্রথমে কোপানো হয়। পরে তাকে প্রকাশ্যেই গুলি করা হয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিমের মৃত্যু হয়। পরে মোশারফকে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, স্থানীয়রা রাত সোয়া ১১টার দিকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোলাইমান জানান স্বাস্থ্য কমপ্লেক্সে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে ইব্রাহিমের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানান ওসি আবদুল বারী।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top